আবারো হাজির হলাম এই বর্ষায় তাহিরপুর ভ্রমণ নিয়ে পর্ব-০২।
তাহিরপুরে কিছু সৌন্দর্য্য আছে যা অনেকেই উপভোগ করেন। কিন্তু-কিছু সৌন্দর্য্য এলাকার অনেক লোকেও জানেননা। জানেন শুধু তারাই-যারা এলাকা চষে বেড়ান আর উপজাতীয় লোকেদের বাড়িঘর দেখার উদ্দেশ্য নিয়ে মাঝে মাঝে ঢুঁ মারেন।
আজ তেমনি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকুনঃ
বাংলাদেশের সবচেয়ে বড়ো শিমুল বাগানটি কোথায় জানেনতো? আমাদের তাহিরপুরে।

পাহাড়ের আড়ালে গাড়ো-হাজং পাড়ার ভিতরে এমন দৃশ্য আপনার মন হরণ করবে নিশ্চিত। কিন্তু বর্ষায়।

অবারিত জলধারায় স্নান করার সৌভাগ্য কিন্তু তাহিরপুরের সম্ভব।

নীলাদ্র বা ট্যাকেরঘাট কোয়ারি বা হালের শহীদ সিরাজ লেক; যে নামেই ডাকুন। এ দৃশ্য তাহিরপুর উপজেলার। দেখার লোভ হচ্ছে নিশ্চয়!

অথবা পা ভিজিয়ে নিতে দুপুরে, এমন ছড়া বা ঝর্ণার জল আপনি এখানেই পাবেন।

এই ছবিটিকে শুধু অবারিত জলধারা বলেই উপস্থাপন করা যায়। এমন জল বিস্তির্ণ জল দেখেই কি হাওড়ের মানুষের হৃদয় বিশাল!

টাঙ্গুয়া হাওড়। অসাধারণ দৃশ্য।

রূপের নদী যাদুকাটা!
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/saruaribngias/saruaribngias-1501074948-d7f0895_xlarge.jpg
যেতে যেতে পথে!

শিমুল বাগানের বর্তমান চিত্র। চারিদকে শুধুই সবুজাভ। অন্যরকম নয় কি?
আমি ভালো লেখক নই বলে কি আপনি ভালো পর্যটক নন? নিমন্ত্রণ হে ভ্রমণ প্রেমী। আপ্যায়িত হোন হাওড়ের বিশাল হৃদয়ে।

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




