বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ধরনের ঘটনায় সরকার চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। মানবাধিকারের প্রতি এ সরকারের বিন্দুপরিমাণ আস্থা নেই। তারা বলেন, এ ধরনের
অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধ না করতে পারলে গুম বা অপহরণের তালিকা আরো দীর্ঘ হবে। অথচ আমাদের প্রধানমন্ত্রী বলেন, বি.এন.পি নতুন নাটক শুরু করেছে। বিরুধীদলের নেত্রীর নির্দেশে তাকে লুকিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক ইস্যু সৃষ্তাটি করা হয়েছে। এসব যেন তার কাছে ডাল ভাত। অথচ সারা দেশে বিশেষত সিলেটের জনগন কাপন নিয়ে মিছিল করে তার সন্ধান চেয়েছেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ইলিয়াস আলী ও তার ড্রাইভার নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব ঘটনা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অশনি সঙ্কেত। তিনি অবিলম্বে ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা রা বাহিনীর প্রতি আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সাইফুল হক আরো বলেন, নির্বাচিত সরকারের আমলেও গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থাকায় দেশ ও দেশের ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যে জনমনে গভীর শঙ্কা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির দায়দায়িত্ব মহাজোট সরকারকেই বহন করতে হবে। তিনি বলেন, কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার এ ধরনের নৈরাজ্যিক অবস্থা চলতে দিতে পারে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


