জায়গাটার নাম কী দেয়া যেতে পারে? এখানে গেলে সবাই উড়াল দিতে চেষ্টা করে, ধরাকে সরা জ্ঞান করে। আমেরিকার কথা বলছি। লতিফ উড়াল দিয়েছে, এখন দিয়েছে আগাচৌ (আব্দুল গাফফার চৌধুরী, কী অপূর্ব নাম! কিন্তু .....)তবে এর উড়ালের রেঞ্জ বেশি। আগেরজন রাসুলুল্লাহ সা. পর্যন্ত গিয়েছে, এ গিয়েছে আল্লাহ্ তায়ালা পর্যন্ত!!###তবে সে যা বলেছে তা নিতান্ত মূর্খতা বৈ কিছুই না। বুদ্ধিজীবী হতে গেলে কিছুটা কষ্ট করতে হয়, কিছু পড়াশোনা করতে হয়। আল্লাহর নামসমূহ দেব-দেবিদের থেকে নেয়া? তবে কুরাইশের সবচে বড় দেবতার নাম হোবল, আল্লাহর পবিত্র নামসমূহে এটা নেই কেন? এ নির্বোধের কাছে এর কী জবাব আছে।######আমি পবিত্র কোরআন থেকে দুটিমাত্র উদ্ধৃতি দিব।###"যখন তাদেরকে বলা হয় রহমানকে সিজদা কর, তারা বলে রহমান আবার কী? "(সুরা ফোরকান, 60)######আল্লাহর একটি অতি প্রসিদ্ধ নাম রহমান, অথচ আরবের মুশরিকরা তা কখনো শুনেইনি! এটা কীভাবে দেবতার নাম হয়? যা তারা জানেই না!!######"তোমরা কী দেখেছ লাত, উজ্জাকে? এবং মানাত নামের অন্য এক দেবতাকে? "(সুরা নাজম, 19, 20)######এখানে আরবের সুপ্রসিদ্ধ দেবতাদের নামোল্লেখ করা হয়েছে, কিন্তু আল্লাহ তায়ালার নামসমূহে এর একটিও নেই!! কেন?? কেন রাসুলুল্লাহ সা. প্রসিদ্ধ সমস্ত দেবতাদের নাম ত্যাগ করলেন? অতপর কোথা থেকেই বা আর দেবনাম পেলেন?? এই অবার্চিনের কাছে কি কোন জবাব আছে?######সে মস্তবড় উড়াল দিয়েছে, এর কিছু না কিছু পুরস্কার তো পাওয়া চাই। নয়তো জাতে উঠার চেষ্টাটা যে একেবারে মাঠে মারা যায়!! সে তার এই আবর্জনা ঝেড়েছে আমেরিকায়। সেখানে কয়দিন আগে একটি ভুতুড়ে "বিয়ের" আইন পাস হয়েছে, আর এই গাধার স্ত্রী বিয়োগ হয়েছে কবছর আগে। তাকে আমেরিকায় একটি এই বিশেষ "বিয়ে" করিয়ে দেয়া যেতে পারে। তাতেও যদি মাথা কিছুটা ঠান্ডা হয়!!######এতদিন জানতাম বুদ্ধিজীবী সৃষ্টি হয় পড়াশোনার মাধ্যমে, বুদ্ধির জোরে।###আগাচৌ কে না দেখলে জানতে পারতাম না যে, মদের বার আর বেশ্যাদের ব্রায়ের তল থেকেও বুদ্ধিজীবী উদগত হতে পারে!!
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



