প্যারাডক্সের মানে হলো এক বা একাধিক বাক্য যা নিজেকে বা নিজেদেরকে স্ববিরোধী করে ফেলে। যেমন “আমি সবসময় মিথ্যা কথা বলি” এই বাক্য। যে সব সময় মিথ্যা কথা বলে সে যদি বলে আমি সবসময় মিথ্যা কথা বলি তাহলে এই কথা কি সত্যি বলে ধরে নেয়া হবে কিন্তু সবসময় যে মিথ্যা কথা বলে সে তো এই কথাও মিথ্যা বললো।নিচের বাক্য দুটি খেয়াল করা যাক।
নিচের বাক্যটি মিথ্যা।
উপরের বাক্যটি সত্য।
কি এবার তো পরিস্কার হলো যে প্যারাডক্স মানে কি।প্যারাডক্সের কিছু অপব্যবহার আছে।যেমন এটাকে যদি কোন সত্য বাক্যের সাথে জুরে দেয়া যায় তখন সত্য বাক্যটিকে আর সত্য বাক্য হিসাবে প্রমান করা যায় না।যেমন কিছুক্ষন আগে দেয়া উদাহরণটিকে যদি ব্যবহার করিঃ
“আমি পড়ি”
“উপরের বাক্যটি সত্য”
কোন সমস্যা নেই।কিন্তু
“নিচের বাক্যটি মিথ্যা”।
“উপরের বাক্যটি সত্য”।
প্যারাডক্সের ধাধা হয়ে গেল তাই না। এরকম আরেকটি উদাহরণঃ
করিম সবসময় সত্যবাদি।
করিম মিথ্যা কথা বল্লো।
একই সাথে একটি ব্যাপার সত্য অথবা মিথ্যা হতে পারে না।প্যারাডক্স এই ধাধাকেই ব্যবহার করে।
আল্লাহের ক্ষমতা খাটো করার জন্যও প্যারাডক্স ব্যবহার করা হয়।এই ক্ষেত্রে প্যারাডক্স এরকমঃ
“আল্লাহ তো সব তৈরী করতে পারেন। তো আল্লাহ কি এমন পাথর তৈরী করতে পারেন যা উনি নিজেই ধ্বংস করতে পারেন না”।
আরেকটা
“আল্লাহ তো সব তৈরী করতে পারেন। তো আল্লাহ কি এত দূরে মহাবিশ্ব তৈরী করতে পারেন যেখানে উনি নিজেই পৌছাতে পারেন না”।
অথবা
“আল্লাহ কি এমন প্রতিশ্রুতি করতে পারেন যা উনি নিজেই পুরন করতে পারে না”
“আল্লাহ কি আরেকটা আল্লাহ তৈরী করতে পারেন।”
“আল্লাহ তো সব পারেন, তো আল্লাহ কি মিথ্যা বলতে পারেন না”
এই ধরনের প্যারাডক্স থেকে আপনাকে সাবধান হতে হবে।তাহলে এর সমাধান কি?
প্রথমত প্রশ্নটাতেই স্ববিরোধী যুক্তি ব্যবহার করা হয়েছে। এর উত্তরে প্রশ্নকর্তাকে জিজ্ঞাশা করা যেতে পারে,”Can you tell me story that you never have?”
আল্লাহ সব কিছু করতে পারেন কিন্তু কিছু ব্যপার আল্লাহ পারেন না; যেমন আল্লাহ uncreated। কিন্তু আল্লাহ আরেকটা uncreated আল্লাহ বা গড তৈরী করতে পারেন না।
আল্লাহ কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সুতরাং by definition, আল্লাহ কখনই ভঙ্গুর প্রতিশ্রুতি করেন না বা করতে পারেন না।
আল্লাহর সকল সৃষ্টিই আল্লাহ ধ্বংস করতে পারেন।সুতরাং by definition, ধ্বংস করা যায় না এমন কোন সৃষ্টি আল্লাহ তৈরী করতে পারেন না।
আল্লাহ সব সময় সত্য কথা বলেন। সুতরাং by definition, আল্লাহ কখনোই মিথ্যা বলতে পারেন না।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




