আমরা প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রীদের মুখে শুনতে পাই দেশ নাকি এগিয়ে যাচ্ছে।
আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রী বেশির ভাগ অনুষ্ঠানে বলেন, দেশের বর্তমান আইন শৃঙ্কলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো। আবার দেখতে পাই নিজ দলের মধে প্রকাশ্যে কোপাকুপি। আরো কত কী?
এখন প্রশ্ন হলো.....দেশ এগুচ্ছে কীভাবে?
.....জিনিস পত্রের দাম বাড়া, মুদ্রাস্ফীতি, মানুষের জীবনের অনিরাপত্তা, সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য, প্রতিটি শিক্ষাপ্রিতিষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কুকুর কামড়াকামিড়, মন্ত্রিদের উল্টাপাল্টা বক্তব্য, প্রশাসেন নগ্ন দলীয়করণ, কাইকে মিছিল মিটিং করতে না দেয়া, ক্রসফায়ারের সম্প্রসারণ, পররাষ্ট্রমনন্ত্রীর তিন দিন পর পর বিদেশ সফর, সীমান্তে বিএসএফ কতৃক নিরীহ মানুষ হত্যা, বাংলাদেশের জমিতে ভারেতর চাষাবাদ, বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যায়া, ইভটিজিং এর কারণে দুই দিন পর পর মেয়েদের আত্নহত্যা, সাংবাদিক নির্যাতন, পত্রিকা ও টিভি চ্যানেল বন্ধ করা, সাংবাদকিদরে গ্রেফতার করা, সংসদে মারামারি, জাতীয় নেতাদের চরিত্র হনন করা, টেন্ডারবাজি, চাদাবাজি, ধর্ষণের সম্প্রসারণ আরো কত কী।
এগুলো কী দেশ এগিয়ে যাওয়ার লক্ষণ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




