আমার আপু ও তাহার বান্ধবীর কথোপকথন :
>এই ছেলেটা কে রে ?
>আরে তোকেনা বললাম আমি ! রিমন । আমার ছোট ভাই ।
>ও আচ্ছা !এইটাই রিমন ! কত্ত কিউট রে


>তো করে ফেল না । শেষে আমাকে আপু ডাকবি


>হ হইসে।তোকে আপু ডাকার আমার ইচ্ছা নাই।বড় হইলে নিশ্চয়ই করতাম

>এইবার সিএসই ই তে ভর্তি হইসে এশিয়া প্যাসিফিকে ।
>তাই নাকি ! তাহলে প্রথম কয়দিন একটু চোখে চোখে রাখিস।নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হইসে,পাঙ্খা টাঙ্খা গজাইসে।এখন হঠাত্ কইরা ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ হতে পারে

>হুহ..আমার ভাইকে চোখে চোখে রাখা লাগব না । রিমন আর ইমন খারাপ হইলেও কোন পর্যন্ত হইতে পারে তা আমার জানা আছে।নইলে প্রেম ট্রেম একটু করলই!এই জিনিসতো খারাপ না।অন্য কিছু না করলেই হয়



******
আমার খুশি আর এখন দেখে কেডা।খামু দামু প্রেম পিরিতি করমু আর হ্রিদয় অফিসে গার্লফ্রন্ড পদে মাইয়াগো নিয়োগ দিমু

সমস্যা হইল অনেক খুইজাও মনের মতন গার্লফ্রেন্ড পাইতাছিনা ।বলোগে ছুডুখাডো কত কিসিমের আপু আছে




তাই বলোগের আফুগো সমীপে আমার আকুল (প্রেম)নিবেদন এই যে আপনারা আমার প্রয়োজন লক্ষ্য করিয়া আপনেগো দয়ার দিলে আমার জন্য একখানা প্রেমের ফিলিংসের উদ্রক ঘটাইবেন অথবা বেরাদারগন তাহার পরিচিত অপরিচিত জীবিত মৃত অথবা অর্ধমৃত

