জাতি হিসেবে আমরা কোন পর্যায়ে আছি তার হিসেব করাটা বোধ হয় এখন দরকার। আমাদের পিতামহগন জন্মে সাদা প্রাভুদের দেখেছিলেন, আমাদের পিতারা দেখেছিলেন যে প্রভুদের তারা ছিল সাদাদের থেকেও নিকৃষ্ট। আমাদের পিতারা যুদ্ধ করেছিলেন সে সব প্রভুদের বিরুদ্ধে। আমরা জন্মে যে প্রভুদের দেখেছি তারা ঐ দুই প্রভুদের থেকেও ভয়ংকর। এই প্রভুরা আমাদের তো কোন স্বপ্ন দেখাতে পারেন নি বরং আমাদের স্বপ্ন ভঙ্গের কারন হয়েছেন।
কিছু মানুষ আছেন বাংলাদেশে যারা স্বপ্ন দ্বারা চালিত হন। তাঁদের বিরুদ্ধে যখন তথ্য সন্ত্রাস শুরু হয় আর আমরা বাহবা দেই তখন বিশ্বের বুকে আমাদের মর্যাদা বোধ করি ক্ষুন্ন হয়।
ড. ইউনুস, মুসা ইব্রাহিমেরা ঐ ধরনের মানুষ। তাঁদের মত হওয়াটা কোন কল তলার মানুষের সম্ভব নয়। জাতির সূর্য সন্তানদের আমরা মর্যাদা দেই না। যেমন দেই না মুক্তিযোদ্ধাদের। যুদ্ধাপরাধীদের ভোট দেই।
জ্ঞানী ব্যাক্তির মর্যাদা না দিতে পারলে জ্ঞানী মানুষ তৈরি হয় না দেশে। ড. ইউনুস, মুসা ইব্রাহিমের কাছে আমি ব্যাক্তিগতভাবে ক্ষমা চাই। আপনাদের স্বপ্ন আকাশ ছোঁয়া। আমাদের মত ক্ষুদ্র বাঙ্গালীর পক্ষে আপনাদের স্বপ্ন বোঝা সম্ভব নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




