
১। নিজের সিভি নিজে লেখা শিখবেন। প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ করার অভ্যাস থাকতে হবে। কম্পিউটারের দোকান থেকে সিভি বানাবেন না। তবে চাইলে, প্রফেশনাল সিভি মেকারের হেল্প নিতে পারেন।
২। ইংলিশে কথা বলা শিখবেন। আর শুনে বুঝতে পারা, লিখতে পারা, পড়তে পারা এগুলো কিছুটা তো দরকার।
৩। কম্যুনিকেশানে ভালো হতে হবে। মনে করেন, আপনার গ্রামে বিশ্বব্যাংকের প্রতিনিধি গেলো। দোভাষী দরকার। আপনাকে যেনো সেখানে নিয়ে নেয়। কম্যুনিকেশান মানে কিন্তু টোটাল কম্যুনিকেশান স্কিল। আপনার গায়ের রঙ শ্যামলা হলে কটকটে রঙের কাপড় পড়বেন না। এই সব স্কিল বুঝবেন।
৪। মাইক্রোসফট এক্সেল খুব ভালোভাবে শিখবেন। এটা মোটেও ডেটা সায়েন্সের কিছু না। এটা একটা বেসিক স্কিল। এক্সেল না জানলে সামনের দুনিয়া অচল।
৫। এক্সেল থেকে অন্য একজন-কে রিপোর্ট করা জানতে হবে। যেটাকে ভিজুয়ালাইজেশান বলে।
৬। সেন্স অফ হিউমার খুব সুন্দর জিনিষ। কিন্তু সেটা কোথায় প্রয়োগ করতে হয়, শিখবেন। দুনিয়াদারী নিয়ে জানবেন। ফেসবুকে আজাইরা জিনিষ ফলো করবেন না।
৭। আর শেষ কথা হলো, ক্যারিয়ারের একটা ফ্যাক্টর হলো—কখনো কারো গীবত করবেন না।
৮। আর নারীদের অযথা ভাও দেয়া থেকে দূরে থাকুন। যতটুকু দরকারী ততটুকুই; এর বেশী মানেই বিপদ, আপনার কোমল হৃদয়কে ব্যবহার করে সিড়ি বানিয়ে উপরে উঠে যাবে, তলায় পড়ে থাকবেন আপনি। নারী বিদ্বেষী হবার কথা বলা হচ্ছে না, ছ্যাছড়ামী বাদ দিতে বলা হচ্ছে।
মূল ৭টি পয়েন্ট সেলিম রেজা ভাইয়ের থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৪ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




