তুমি যদি আমাকে ঠকাও কিংবা
প্রকাশ্য দিবালোকে আমাকে ভোদাই বানিয়ে দাও ।
তাহলে পুরো দোষটা কি আসলে আমার একারই?।
আমার কিন্তু তা মনে হয় না ।
হ্যাঁ অবশ্যই আমার কিছু দোষ আছে।
আমার দোষ আমি তাৎক্ষণিকভাবে
তোমার দু'গালে কষে দুটো চড় বসিয়ে দেইনি।
তুমি যখন আমাকে ঠকাও তুমি কেবল আমাকেই ঠকাও না।
সেই সঙ্গে একই সাথে আমার বিশ্বাসকেও তুমি হত্যা কর।
তার মানে একই সাথে তুমি দুইটা দোষে দোষী ।
তুমি সাংঘাতিক রকম অপরাধী।
তুমি নিপাত যাও!