হাওরে অকাল বন্যায় ফসলের ক্ষতি এবং সরকারি গুদামের মজুদ কমে আসার প্রেক্ষাপট বিবেচনায় প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জরুরী পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলা এবং চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে চাল আমদানি করছে সরকার। সরকারিভাবে আমদানিকৃত এই চালের বেশ কয়েকটি চালান ইতোমধ্যে দর্শনা আন্তর্জাতিক বন্দরে এসে পৌঁছেছে। দেশের খাদ্য সংকট মোকাবিলায় সরকারিভাবে ভারত থেকে প্রাথমিকভাবে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়। সেই মোতাবেক গত ২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত কয়েকবারে ভারতের কলকাতা থেকে ৯টি ভারতীয় মালবাহী ট্রেনের ৩৭৭টি বগিতে প্রায় ১০ হাজার ৯শ' ৮৮ মেট্রিক টন চাল নিয়ে প্রথম চালানটি দর্শনা বন্দরে পৌঁছায়। পরবর্তীতে বন্দরে থাকা খাদ্য অধিদফতরের পদস্থ কর্মকর্তারা আমদানিকৃত চালের নমুনা ও চালের গুনগত মান পরীক্ষা করে দেশের জেলা ও বিভাগীয় শহরে পাঠানোর অনুমতি দেয়। পরিস্থিতি বিবেচনায় খাদ্য মজুদ বাড়াতে বর্তমানে চালের আমদানি শুল্ক কমিয়ে ২% শতাংশে নির্ধারণ করেছে সরকার। এ নিয়ে চলতি বছরে দ্বিতীয় বারের মত চালের আমদানি শুল্ক কমানো হল। এর আগে চাল আমদানি করতে হলে ২৫% শতাংশ আমদানি শুল্কের সংগে ৩% শতাংশ রেগুলেটরি ডিউটি দিতে হত। গত জুনে শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্টেও ভারতের কলকাতা বন্দর থেকে চাল বোঝাই করে মংলা বন্দরের উদ্দেশে ছেড়ে এসেছিল একটি বিদেশি জাহাজ। ইতোমধ্যে খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তরা মংলা বন্দর চ্যানেলের হারবাড়িয়ায় চালবাহী জাহাজটি পরিদর্শন ও চালের নমুনা সংগ্রহ করেন। পরে চালের গুণগতমান পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে খালাসের কাজের অনুমতি দেয় খাদ্য বিভাগ। প্রতিটি ৫০ কেজি ওজনের পলি ব্যাগে ৯৪ হাজার ২০ ব্যাগ চাল রয়েছে জাহাজটিতে। বিগত দীর্ঘ প্রায় আট বছর ধরে এ বন্দরে চাল বোঝাই কোনো জাহাজ ভেড়েনি। এবার দুর্যোগকালীন খাদ্য সংকট মোকাবেলায় ভারত থেকে সরকারের আমদানি করা চালের চালান নিয়ে জাহাজটি বন্দরে এসেছে। এটি এখন একটি চলমান প্রক্রিয়া। বন্দরে আসা চাল এখন লাইটার জাহাজের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর বিভিন্ন খাদ্য গুদামে পৌঁছাবে। এভাবেই হাওরে অকাল বন্যায় ফসলের ক্ষতিজনিত দুর্যোগ ও অন্যান্য সংকট মোকাবেলার পাশাপাশি চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে চাল আমদানি করে প্রতিটি জেলা পর্যায়ে সুলভ মূল্যে পৌঁছে দেয়া নিশ্চিত করছে বর্তমান জনবান্ধব সরকার।

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




