অন্তর্নিহিত শূন্যতার গভীরে
সাঁতার কাটি,
কখনও প্রবল শৈত্যপ্রবাহে স্থবির, মৃতপ্রায়,
কখনও পুড়ছি চকবাজারের মত
অবিবেচক আগুনে ।
চলি -ফিরি যেন কক্ষচ্যুত কণামাত্র-
অনবধানে নিক্ষিপ্ত হয়েছি অতল গহ্বরে -
ডুবে যাচ্ছি- ডুবে যাচ্ছি , তবু
আলোকবর্ষ পার হয়ে
অতলস্পর্শী হওয়াও
হবে না কোনকালে ।
অথচ দেখ, অনেকেই
ঝকঝকে চকমকে মেধার ছুরিতে
কেটে ফেলছে কতকিছু!
ভেল্কিবাজীর মত
পাঁচশ বছরের পুরনো বারান্দা
মুহূর্তে হয়ে যাচ্ছে সাতশো কবুতর খাঁচা।
গল্পাতীত এক ব্রহ্মান্ডও নির্মাতাসহ
বেচে দিচ্ছে সস্তার মোড়ে
নিতান্তই যেন গুঁড়ো চিংড়ির ভাগ!
ঊন আটশো কোটি মানুষের
অন্তিম স্বপ্নরাশি ঠিকানা হারিয়ে
দিকভ্রান্ত রেণু হয়ে উড়ছে বাতাসে,
ওদিকে হা করে আছে
মেধা ভারাক্রান্ত পরাগায়ন কলসী -
গিলে ফেলবে অক্লেশে সব।
————//———