কিছু কথা বাকী রয়ে যাবে তবু
কিছু সুর পূর্ন হবার আগে মিলিয়ে যাবে
অনন্ত মন্দ্রধ্বনির গহ্বরে -
পাখনার মাদল বাজিয়ে তবু কালো ভ্রমর
ঘুরতেই থাকবে ভ্রান্ত পুস্পকে ঘিরে
কী চেয়েছিল , কী চাওয়ার ছিল,
কিংবা কী পাওয়া হোল না -ভাববে না একেবারে।
আমরা এভাবেই বসে রইব পাশাপাশি
কিছু শব্দ উচ্চারিত হবে অথবা হবেনা
আমরা বসে রইব পাশাপাশি-
অনেক দূরের স্মৃতি তখন তোমার চেয়েও
ঘনিষ্ঠ হয়ে আসতে চাইবে হৃদয়ের কাছাকাছি
অথচ আমি ভাববো, তুমি, তুমিই আছ পাশে
যার অপেক্ষায় অন্ধকার নেমে আসতে আসতে
থমকে যেত এক বিন্দুতে ঠায়-
তার নীচে ফসফরাসের মত জ্বলে উঠত
একটি অবয়ব জীবনের সমুদয় আকাঙ্খার॥
————-