সে নারী, আধখানা চোখে দেখ,
বলো আধেক মানুষ তাকে-
সেও তো নিয়েছে প্রতিরোধহীন মেনে।
দুর্বল ,অবোধ, অবলা , স্বর্নলতা
জীবনের বাঁকে তার জন্যে
ওঁত পেতে থাকে অনন্ত অবহেলা,
তবুও অন্তরাত্মা জানে
শিকল-বরন-বশ্যতা মানা
শান্ত-স্নিগ্ধ-ছলনাময়ী নারী,
অমিত শক্তির-ঘুমন্ত আগ্নেয়গিরি,
আঁচলের তলে নিপুন যাদুতে ঢেকে-
পোষমানা সিংহী নুপুরের তালে হাঁটে।
———-//———
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:৪১