
আমরা কি আজ নিতান্তই অতীতমুখী শব?
শুনছি না কি নতুন দিনের উদ্ভিন্ন কলরব?
এখনও তো চলেছি বেশ হাতের পরে হাত
একটু পরেই নামছে হয়তো একটি নিকষ রাত
রাতের গল্পে জ্বলবে না কি ন্যুব্জ চোখে আলো ?
হতে পারে বিভ্রান্তি আঁধার একটু বেশীই কালো।
হতে পারে জ্যোৎস্না নদীর বুক জুড়ে আজ চর
পায়রাগুলির বন্ধ ডানায় গুটিয়ে আছে ঝড় ,
ঝড় তো ছিলই ভিতর বাহির লন্ডভন্ড কালেও-
ব্যাকুলতার রোদ্দূরে নীল পাখনা দিত মেলে ।
নির্জনতার দীর্ঘ সারি রাস্তা জুড়ে, চলছে মহড়া
আমরা যেন ছুটছি বড় ,যাচ্ছি কোথায়? তাড়া?
————//————
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



