
তুমি দেখে নিও
একদিন সত্যি আমাদেরও প্রেম হবে।
তোমার করতলে অর্পিত যে প্রণয় উৎকলিকা ছুড়ে দিয়েছো
নিদারুন অবহেলে
কখনো পথের ধূলোয়
কখনো নদীর জলে
সেগুলো তোমার চির আরাধ্য হয়ে এল বলে।
আরও অনকগুলি সূর্যাস্ত হয়ে গেলে;
গোর খাদকের কবর খুড়োখুড়ি শেষ হলে,
তুমি বুঝবে সবই মিথ্যে অহং ভুলে,
আমদের প্রেমডোর বাঁধা তাই হল বলে।
শখের ভিটেমাটি —মিথ্যে মোহ—রাজ্যের পরিপাটি
তোমার দেয়ালের অ্রপরূপ কারুকার্য ক্ষয়ে এলে
ভেবে নিও সেই প্রণয় শিখা প্রজ্জ্বলিত হল বলে!
অতঃপর তটিনীর জল —খোলা হাওয়া—অশত্থ তল
রাখালীর গান—গাঁয়ের মেঠোপথ—এই প্রসক্ত মন;
তুমি দেখে নিও —তুমি দেখে নিও
হয়ে যাবে আমাদের সেই অনুরঞ্জন
গোধূলীর আকাশে মিলিয়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


