মুষলধারে বৃষ্টি হলো
বৃষ্টির ছটা গায়ে মেখে
লাগলো ভালো—
বাহির থেকে এলাম হেথা
দেখি কোথাও নেই— বৃষ্টি ফোটা
কোথায় যে চলে গেলো—কোথা হারালো?
যেন তোমার মতই আড়াল হলো।
উজ্জ্বল আলোক ঝলোমল দিন
প্রখর রৌদ্র প্রকাশ — যেন খড়া
শ্রাবণ দুপুর নগ্ন পায়ে
বৃষ্টির নূপুর কোথায় যে তারা?
—মুখ লুকালো।
তবে কী আমার উপর
করেছে ভর—তোমার প্রেম
বের হলেই যে বৃষ্টি আসে
মেঘলা আকাশ মেঘের দল— হাওয়ায় ভাসে
হাসের দল যেমন জলে।
বুঝিনা হায় কী যে করি!
এতো আর নতুন কিছু নয়
হয়েছে যে মন বিনিময়
যেন এক যুগেরও আগে
যতটুকু বাকি আছে —সেটাও বোধ হয়
পূর্ণ হবে এবার তবে ষোল কলা পূর্ণিমার শশীর মত।
কবিতা লিখে দিয়েছি তো অনুমোদন
কীসের এখন এতো তাড়া
সন্দেহ করা এবার ছাড়ো
ভালোবাসি দিবানিশি বাসবো আরও
এবার না হয় ভনিতা ছাড়ো—
এসোগো কাছে নাও না ভরে তোমার ভেতর
তোমার পাওনা ষোল আনা..
কড়ায় গণ্ডায়
আমার শহর তোমার গলি উৎসব মুখর..
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




