আহা!
বাবা যদি থাকতেন বেঁচে আজ ও
বাবা যদি ডাকতেন আমায় আগের মতো
রোজ সকালে সূর্য ওঠার ও আগে;
আমারও যে বাবা বলে ডাকার খুব ইচ্ছে জাগে।
বাবা বেঁচে নেই ভাবতেই কষ্ট লাগে
বাবা যে আর আসবেন না কোনদিন
সতত চেষ্টাতেও শোধ হবে না তার ঋণ।
বাবার মতো আপন কে আর আছে এই ভবে
বিষন্ন অবুঝ মন কিছুতেই বুঝতে চায় না যে।
থেকে থেকে ভেসে ওঠে চোখে বাবার অবয়ব
দু'চোখ বেয়ে অশ্রু নামে মোর ব্যথা ভরা বুক।
জানিনা বাবা হীন পৃথিবীতে বাঁচবো কতো দিন
বাবা আমার মাথার মুকুট আসবে না কোন দিন
নামাজ পড়ে যাই তাই বাবার কবরে
বেহেশতের ঐ বাগান থেকে বাবা যেন ডাকে
আমি শুধু প্রার্থনা করি স্রষ্টার দরবারে
হে আমার প্রতিপালক বাবা যেমন স্নেহ ভরে মোরে করেছে লালন পালন এই অবণীর পরে
তুমি ও তারে করিও যতন ঐ অন্ধকার কবরে
ঠিক তেমন করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




