বই মেলায় হাসি খেলায়
যেতে বলো কে না চায়?
তবুও কজন পারে যেতে
সময়ের ছলনায় মোরা যে অসহায়।
বই মেলায় বিদ্যালাভ;
আরও যে অর্জন আছে
বই উপহার নিয়ে পারে যেতে
প্রিয়জনের কাছে ।
কতো কাছের মানুষ করছে সেথা আনাগোনা
বই কিনে কেউ দেউলিয়া হয়না
আছে তাদের জানা।
দেশের যত জ্ঞানী গুণি লেখক কবি ভীড় করে এ মেলায়।
তাদের সাক্ষাৎ লাভের সুবর্ণসুযোগ
কে হারাতে চায় হেলায়?
কতো নতুন কতো পুরাতন বইয়ের সমাহার
আরও সেথা আছে মোদের স্মৃতির অ্যালব্যাম
এই উপচে পড়া ভীড়ে
তুমিও যেতে পারো সেথা অনায়াসে
তোমার তালাশে হন্যে হয়ে বলোনা কোথায় পড়েনি
আমার পদছাপ, তোমায় খুজে পাবো বলে আমার দৌড়ঝাপ
তোমায় কাছে পাবার অভিলাষ আছে সেথা মিশে
বসন্তের অনুরাগে, তুমি যদি যাও সেথা পাবে আমার ছোঁয়া
বই মেলার পথের ধূলি অলিগলি অথবা সবুজ দূর্বাঘাসে
ওগো তোমায় ভালোবেসে
বৃক্ষরা পাখিরা কইবে আমার কথা তোমার কানে কানে
হাসি আর গানে, তুমি যদি যাও
পাবে আমায় সেথা
বিজ্ঞজনে জানে বইয়ের কতো দাম!
কবিতা লিখে লিখে আমি প্রেমের শিরোনাম।
মহান ফেব্রুয়ারি আলোর দিশারী মাতৃভাষার জয়গান
বই মেলা তার অঙ্গ যেন বাংলা বর্ণমালার সাফল্য সোপান।
মম হৃদয়ে বাংলাদেশ হৃদয় মালতি গো
এই মেলা যেন তোমার আমার প্রেমেরে উপাখ্যান।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




