একুশ তুমি পলাশ ফোঁটা ভোরে
নানা রঙের ফুলের সমাহার পবিত্র শহীদ মিনারে।
একুশ তুমি অশ্রু ফোটা মোদের দুচোখে
একুশ তুমি সন্তানহারা মায়ের ক্রন্দন বেদনা ভরা বুকে।
একুশ তুমি নগ্ন পায়ে অনেক টা পথ হাঁটা
একুশ তুমি অনেক আবেগ চেতনার বাতিঘর
একুশ তুমি স্বাধীনতার প্রথম হাতছানি
রইবো না আর পরাধীন বদ্ধপরিকর ।
একুশ তুমি ছালাম বরকত রফিক জাব্বার
একুশ রাষ্ট্রভাষা বাংলার স্বার্থক রূপকথার
একুশ তুমি পৃথিবীর বুকে অনন্য এক নজির
একুশ তুমি নতুন ভোরের আবির
একুশ তুমি বছর ঘুরে ঘুরে
মোদের গর্বের ইতিহাস এই অবণীর পরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




