বর্ষার নবধারা জলে আজ ভিজিয়েছি এই তন
ভ্যাবসা গরমে গোটা পৃথিবী অতিষ্ঠ প্রাণ যখন
ঝুম বৃষ্টি এসে যেন প্রশান্তি এনে দিলো প্রাণে
সুস্বাগতম হে রিমিঝিমি ছম ছম বর্ষার বর্ষণ
কদম ফুটেছে ফুটেছে কেয়া হৃদয়ে লেগেছে দোলা,
এমন অঘুর বর্ষণে তোমারে যায় কী ভোলা?
ব্যস্ততার বর্ম ভেদ করে তোমার প্রবেশ আমার এই মনে
এসেছে যেন সেই কাঙ্ক্ষিত কবিতা লেখার ক্ষণ
এমন দিনে দূর থেকে আনমনে হলেও দিও তোমার মন
শুধুই আমারে, ওগো মোর প্রিয়তমা নিরূপমা।
এমন অঘুর বর্ষায় তোমায় কাছে পেতে মন চায়
তুমি ও কী ভাবছো শুধুই আমায় আমারই মতন।
তোমাকে ভালোবেসে তবেই যেন মোর স্বস্তি
তোমাকে যে আমি হৃদয় সঁপেছি যেন সহস্র যুগ আগে
যাযাবর এই মন বর্ষার বরিষণে
তোমার স্পর্শ খুঁজে বেড়ায় তৃষিত চাতকের মতন।
ভালোবাসি বর্ষণ ভালোবাসি তোমারে
তাই তো বর্ষায় লিখে ফেলি কবিতা।
তৃপ্তির ঢেঁকুর তুলে বলি এই লও মোর কলম।
আমার এই জীবনে তোমারে সুস্বাগতম
হে বর্ষা যুগ যুগ ধরে বাংলার চিরচেনা রূপ ধরে
গ্রীষ্মের দাবদাহ দূরে তোমার আগমন স্বাগতম সুস্বাগতম।