দেয়ালেরও যে প্রতিধ্বনি আছে
আছে পাহাড়ের ও, অথচ তারা জড়।
নদী ও কথা বলে
কল কল ছল ছল রবে বয়ে চলে।
আকাশ নিনাদে ফেটে পড়ে
সর্বংসহা পৃথিবীতেও হয় ভূমিকম্প,
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত , জলোচ্ছ্বাস..
প্রিয়তমা তুমিই যেন শুধু নির্বিকার
আমার প্রেম আহবানে।
অথচ তুমিতো মৃদু ভাষী নও!
তোমার মুখে কথার ফুলঝুরি ফোটে
কথার মহাপ্লাবনে যেন ভেসে যায় সব অনুভূতি;
শুধু এখানেই তুমি নির্বিকার,
যেন অনুভূতি হীন এক সত্ত্বা।
নীরুপমা বড় অদ্ভুত প্রেম আমাদের
বড় অদ্ভুত এক নিয়তি যেন বইছি।
তুমি ভালোবাসি বলে বলে ভরিয়ে দাও সারা পৃথিবী
অথচ একটিবার ও বলতে পারো না তা আমাকে।
অথচ
তুমি নাচতে পারো, গাইতে পারো, আঁকতে পারো
রাঁধতে পারো আবার মায়ার বাঁধনে বাঁধতে পারো।
শুধু কী ভালোবাসতে পারো না এই আমাকে
বড় অদ্ভুত প্রেম আমাদের...