যেখানে রক্তের হুলি খেলা
বুলেট ও বিস্ফোরণে
প্রতিনিয়তই কেঁপে ওঠে— ভূমি
পৃথিবীটা অশান্ত হয়
এ যে ক্ষুব্ধ মরুভূমি।
বাবা মায়ের সন্তানের বিধবার
বিয়োগ ব্যথা সুতীব্র চিৎকার যেথা
হাওয়ায় মেশে বারুদের গন্ধ
শবের মিছিল নিত্য যেথা
বিশ্বমানবতা ডুকরে কাঁদে
ফিলিস্তিন— এক রক্তাক্ত ইতিহাস
জীবন্ত আগ্নেয়গিরি যেন
জ্বলে পুড়ে হয় অঙ্গার;
প্রতিহিংসার ক্রিড়নক হয়ে।
হামাস— মোসাদ কতো নামে
ধ্বংস ধ্বংস এই খেলা
প্রাপ্তি শূণ্য – কেবল বিভেদ কাব্য গড়ে
আমরা শুধু কামনা করি
শান্তির পায়রা যেন ওড়ে—
ফিলিস্তিনে; ওরাও মানুষ রক্ত মাংসে গড়া,
ওদেরও প্রাণ আছে ব্যথা আছে —আবেগ
অনুভূতি ঘেরা।
ওদেরও যে আছে— অধিকার
মাতৃভূমিতে বেঁচে থাকার
মানুষের মত করে,
পৃথিবীটা কারো নয়তো একার
বন্ধ হোক সব অনাচার— চিরতরে
ফিলিস্তিনের বুক থেকে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




