দেশের জন্য আমরা করি সারারাত জেগে থেকে;
তন্য তন্য করে . অন্বেষণ করি
প্রচন্ড শীত লু হাওয়া সহ্য করে
বৈরী হাওয়ায়, দূরে রেখে
পরিবার পরিজন বসতবাড়ি সুদীর্ঘ সময়
আমরা যে চিরোনিবেদিত প্রাণ
দেশের তরে দশের তরে
খনিজ সম্পদে সৃমৃদ্ধ বাংলাদেশ
গড়বো মোরা, এই করেছি পণ।
একাত্তরে চেতনায় উদ্বুদ্ধ হয়ে
নিরলস সাধানায় ভাষা আন্দোলনের মাসে
আমরা যে আছি খোলা আকাশের নীচে
সঙ্গী ছিলো মোদের ঘন কুয়াশা বৈরী প্রকৃতি
প্রতন্ত এলাকায়, ধান শালিকের এই দেশে,
শিশির ভেজা দূর্বাঘাসে আমরা হেরি
অমিত সম্ভাবনার দ্বার; প্রভাত ফেরি।
যতটুকু সাধ্য আছে দেশের তরে দশের তরে
মোদের ঘামে মেধা শ্রমে নিরলস সাধনায়
যদি পারি শোধিতে কিছুটা ঋণ, মহান একাত্তরে
লাখো শহীদের জীবন দানের,
যদি পারি খনিজ সম্পদে সমৃদ্ধ স্বদেশ গড়ে
আমরা প্রার্থনা করি— স্রষ্টার দরবারে
আমরা গবেষণা করি মানবতার কল্যাণে
খনিজ সম্পদে সমৃদ্ধ স্বদেশ ব্রত মোদের
সারারাত খোলা আকাশের নীচে জেগে থেকে
পূর্ণিমা চাঁদের আলো মাঠের ধূলো গায়ে মেখে
প্রত্যন্ত এলাকায় পীরগঞ্জে কাশিমপুরে
নিরলস সাধনা যে— আমরা করি।
শীত শেষেই ফাগুন আসে
পলাশ শিমুল আমের বনে ঘ্রাণে
আমাদের এই কর্মযজ্ঞ
স্মার্ট বাংলাদেশ গড়ার পথে যেন আশার প্রদীপ
দৃপ্ত পদক্ষেপ— দেশকে অপার ভালোবেসে।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩