এসেছে রমজান এসেছে পরিত্রাণ লাভের
সুবর্ণ সেই সুযোগ
এসেছে প্রার্থনা আর সংযম সাধনার মাস,
স্রষ্টার কাছে তাই লাখো শোকরিয়া
আমরা আছি যে বেঁচে এই পবিত্র মাসে আছে
বিশ্ব মানবতার অফুরন্ত কল্যাণ,
এই মাসেই শবে কদর আছে
যা সহস্র মাস হতে উত্তম
এই মাসেই নাযিল হয়েছে বিশ্ব মানবতার
মুক্তির পথ পবিত্র কোরআন
এই মাসেই আছে রহমত মাগফিরাত নাজাত
এই মাসেই যাবে বেড়ে ইবাদতের দাম
এই মাসেই শৃঙ্খলা বদ্ধ হবে ইবলিশ শয়তান
ইফতার সেহরি তারাবীহ আর সাওম
অশেষ বরকতময়
আমরা যেন মুক্তি লাভ করি জাহান্নাম থেকে
আমরা যেন জান্নাত লাভ করি
আমরা যেন বাবা মায়ের বিশ্বমানবতার সেবা
করতে পরি অর্জন করতে পারি স্রষ্টার সন্তুষ্টি
ও ক্ষমা , স্রষ্টার দরবারে সেই প্রার্থনা করি
কবুল করো আমাদের প্রার্থনা হে রহিম রহমান।