হে আল্লাহ হেফাজত করো
বাংলাদেশের সকল মানুষের জান আর মালের
হে আল্লাহ করো হেফাজত আমাদের অবলা প্রাণের
তুমিতো পরম করুণাময় অতিশয় দয়ালু,
হে আল্লাহ তুমি দেশকে রক্ষা করো রক্ষা করো
ধ্বংস করো জালিমের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে
হে আল্লাহ ধ্বংস করো সকল নাশকতা কারী
হে আল্লাহ ধ্বংস করো মিথ্যুকের ছলচাতুরি
হে আল্লাহ শান্তি দাও রহমতের বৃষ্টি দাও
হে আল্লাহ ধ্বংস করো স্বৈরাচারের আস্তানা
হে আল্লাহ দাও নিরাপত্তা —বাংলার প্রতিটি মানুষের;
যারা নেমেছে রাজপথে জীবন বাজি রেখে
দেশের দশের কল্যাণে
হে আল্লাহ গণতন্ত্র সমুন্নত করো
বাংলাদেশকে পরিচালিত করো— সমৃদ্ধির পথে
হে আল্লাহ শান্তি দাও বাংলার প্রতিটি মানুষের মনে।
হে আল্লাহ আমাদের সহজ সরল পথে পরিচালিত করো;
ওদের পথে না যারা বিপথগামী ও পথভ্রষ্ট।
হে আল্লাহ কবুল করো— দাও সফলতা
আমরা যে তোমার বান্দা ও অনুগামী
জয় হোক বাংলার মানুষের।
তুমি ছাড়া নেই কোন মাবুদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা ও রাসূল!
শুভ সকাল ঢাকা।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৩