বিজয়ের কেতন উড়ে
বাংলার আকাশে উন্মুক্ত প্রান্তরে
ছাত্র জনতার অন্তরে অন্তরে
বাঁধ ভাঙার উচ্ছ্বাস
বিজয়ের উল্লাস ধ্বনি— গণজাগরণে।
তারূণ্যের জয়গান পদধ্বনি রাজপথে মিছিলে শ্লোগানে
দীর্ঘ তিতিক্ষার পর— অবশেষে
বুকের তাজা রক্ত ঢেলে এসেছে
বহু কাঙ্ক্ষিত মহাকাব্যিক বিজয়;
এসেছে সেই মহেন্দ্র ক্ষণ।
বীর বাঙালি তাই উৎসব মুখর এখন ,
এই বিজয় যে অনন্য, উজ্জ্বল দৃষ্টান্ত
ইতিহাসের পাতায় লেখা রবে তা স্বর্ণাক্ষরে ।
খুনি স্বৈরাচারের পতনে
এখন আর— নেই কোন বাঁধা
স্বৈরাচারের বিচার হবে জনতার আদালতে
আবু সাঈদ হত্যার, গণহত্যার বিচার হবে
বিচার হবে গণতন্ত্র হত্যার
সীমাহীন স্বেচ্ছাচারিতার অকারণে , সন্ত্রাস দমনে
বিচার হবে আদালতের কাঠগড়ায় ...
আহা, কি যে আনন্দ ! এই প্রাণে এই ক্ষণে ।
এই বিজয় তারুণ্যের— এই বিজয় জনতার
এই বিজয় তোমার আমার সকলের
বাংলার আপামর জনসাধারণের
আমরা আজ তাই— মুক্ত বিহঙ্গ।
স্বৈরাচারের পতনে
তারুণ্যের বিজয়ের কেতন উড়ে ঐ
বাংলার আকাশে ,
চেয়ে দেখে পৃথিবী বিস্ময়ে
উৎসব মুখর ক্ষণ আজ তাই— বাংলার ঘরে ঘরে।
লাল সালাম তারুণ্য ,লাল সালাম অপ্রতিরোধ্য ছাত্র জনতা হে বিপ্লবি রক্ত ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫১