
কারো তলিয়ে গেছে বাড়ি
উনূন জ্বলছে না আর, মানুষ
ক্ষুধার লাগিয়া করছে আহাজারি
চারিদিকে থৈ থৈ পানি
তবু করতে পারছে না একবিন্দু জলপান;
ভাসছে মানুষ, ভাসছে গৃহপালিত পশু
ছোট নিষ্পাপ— অবোধ— অবুঝ শিশু
বাবার ক্লান্ত স্কন্ধে গড়েছে বসত
অগণিত অবলা প্রাণ।
বাণের জলে ভেসে ভেসে
গোটা স্বদেশ যেন করছে উত্তাল সমুদ্র স্নান।
তিমির আঁধার রাতে মিলছে না তাদের কোন
মাথা গুঁজবার ঠাঁই, তারাও তো এদেশের সন্তান
আমাদের বোন ভাই, ভারতের অযাচিত চক্রান্তে
উজানের উপচে পড়া জলে, আকস্মিক প্লাবণে
পথ— ঘাট— মাঠ সবই যে সয়লাব
বানের তোড়ে ভেঙে গেছে মন
বাঁচার লড়াইয়ে অবতীর্ণ এখন, বাংলাদেশের মানুষ।
এ যেন স্রষ্টার পক্ষ থেকেও এক অগ্নিপরীক্ষা
এই পরীক্ষায় জিততে হবে
আবারও যে করতে হবে প্রমাণ
আমাদের একাত্মতা, জোটবদ্ধতা আর দেশপ্রেম পর্বত সমান;
বৈরী পরিবেশ জয় করতে পারে, বীর দর্পে লড়তে পারে
বিশ্বমানবতা লয়ে আমরাই যে সেরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান।
মানুষের কষ্টে কাঁদে মোদের মন
আবারও যে করতে হবে প্রমাণ
নিজে না খেয়ে থেকেও
অপরেরে মোরা করতে পারি যে অন্ন দান ।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



