আমার কাছে alldownload.com ডোমেইনটা অনেক আগে থেকে কেনা আছে। ব্লগে সারাদিন এটা ডাউনলোড করুন, ওটা ডাউনলোড করুন টাইপের পোস্ট দেখি এবং পরে হারিয়ে ফেলি। আমার মনে হচ্ছে একটা বাংলা ডাউনলোডিং সাইট থাকলে ভালোই হতো তাহলে আর কষ্ট করে লিংক খোঁজা লাগতো না। অনেকেই বলবেন টরেন্টে সব আছে কিন্তু ব্লগে যেভাবে গুছানো পোস্ট আকারে লিংক থাকে ওটা তো আর টরেন্টে থাকে না। তাছাড়া খুব ভালো একটা কালেকশন ব্লগে যেভাবে পাই, সেটা অনন্য।
বাংলায় ডাউনলোডিং সাইট খুব বেশী একটা নাই। গান ডাউনলোডের জন্যে কিছু সাইট আছে তবে ওগুলোতে রেজিস্ট্রেশন করা লাগে। যদিও অনেকেই চিল্লায় পাইরেসি পাইরেসি করে তবুও এখানে আমার সাপোর্ট আছে কারণ গান ডাউনলোডিং কমিউনিটির ব্যর্থতা যে তারা আমার কাছ থেকে সহজে পেমেন্ট নেয়ার ব্যবস্থা করতে পারে নাই। আমার কোন ঠেকা পড়ে নাই প্রথমে সিডিরম কিনে তারপরে সিডি কিনে গান শোনার। আমি অর্ণব, শিরোনামহীন এদের অন্ধভক্ত সুতরাং এরা যদি কোন অ্যালবাম বের করে তার গান আমি শুনবোই (সব শুনবো না নিশ্চিতভাবে কিন্তু কিছু না কিছু তো শুনবোই)। এখন মিউজিক ইন্ডাস্ট্রি যদি সিস্টেম করতে পারতো যে আমার মোবাইল থেকে নূন্যতম একটা অ্যামাউন্ট চার্জ করে নিবে বিনিময়ে আমাকে একটা ডাউনলোড লিংক দিবে, তাহলে কি আমি সেই প্রসেসে যাইতাম না? অবশ্যই যাইতাম।
যাইহোক, কাজের কথায় আসা যাক। যারা রেগুলার ডাউনলোড লিংক শেয়ার করেন তারা এই ডোমেইনটায় শেয়ার করতে পারেন একটা ডাউনলোডিং কমিউনিটি গড়ে তোলার জন্যে। আমার দিক থেকে আমি যা পারব তা হল: ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ব্লগসাইট রেডি করে দেয়া এবং সাইটে ক্লিকসর জাতীয় অ্যাড বসানোর সিস্টেম করে দেয়া। ফলে যিনি ডাউনলোড লিংক শেয়ার করবেন তার পেজে কেউ গেলে তার একটা পেজভিউ হলো (অ্যাডে)। এরচেয়ে আমি সাজেস্ট করবো আপনারা ডাউনলোড লিংকগুলো adf.ly দিয়ে শর্ট করে রাখবেন, ওরা মনে হয় ১০০০ ক্লিকে ৪ ডলার দেয়, খুব একটা খারাপ না।
আরো আইডিয়া দিন, আলোচনা করি। আমার সাইট রেডি করতে সর্বোচ্চ ২ দিন লাগবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১২ সকাল ১০:২৫