
কোরআন হাদিস থেকেও কুইজ তৈরি করা সম্ভব। এই ধরণের কুইজ মুসলমানদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি করতে সাহায্য করে। আমি কোরআন এবং হাদিসের আলোকে নীচের এই কুইজটা তৈরি করেছি। ব্লগারদের কাছ থেকে কুইজের উত্তর আশা করছি।
১। একটা মাদানি সুরার নাম বলুন যেটার অন্তত একটা আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। (মাক্কি সূরা হল যে সুরাগুলির প্রথম আয়াত হিজরতের আগে অবতীর্ণ হয়েছে এবং মাদানি সূরা হল যে সুরাগুলির প্রথম আয়াত হিজরতের পরে অবতীর্ণ হয়েছে।)
২। কোন সুরার প্রতিটা আয়াতে আল্লাহ শব্দটা আছে?
৩। কয়েকটা গুরুত্বপূর্ণ এবাদতের নাম উল্লেখ করুন যে এবাদতের উল্লেখ কোরআনে নেই কিন্তু আমরা গুরুত্বের সাথে পালন করে থাকি।
৪। কোন সুরার শুরুতে বিসমিল্লাহ নেই এবং কোন সুরায় দুইবার বিসমিল্লাহ আছে?
৫। কোরআনে কোন প্রসিদ্ধ ইউরোপীয় শহরের নাম আছে যা এখনও প্রসিদ্ধ এবং একটি দেশের রাজধানী?
৬। কোরআনে ইরাকের একটা প্রাচীন শহরের নাম আছে যে শহর নিয়ে বনি এমের একটা গান আছে। পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের একটা আশ্চর্য এই শহরে অবস্থিত ছিল। শহরটার নাম কি?
৭। কোরআনের ৬ টি সুরার নামকরণ করা হয়েছে প্রাণীর নামে। এই ৬ টি সুরার নামগুলি বলেন।
৮। কোরআনে কোন কোন প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে?
৯। নবীদের নামে কয়টি সূরা আছে? সুরার নামগুলি বলতে হবে।
১০। কুরআনে আমাদের মুহাম্মাদ (সা) শব্দটা কয়বার উল্লেখ আছে?
১১। কোরআনে হজরত মুহাম্মাদের (সা) আর কোন নাম উল্লেখ আছে?
১৩। মক্কা শহরকে আরও নাম/ বিশেষণে উল্লেখ করা হয়েছে কোরআনে। কয়েকটা নাম/ বিশেষণগুলি উল্লেখ করুন?
১৪। কোরআনকে আরও নামে/ বিশেষণে উল্লেখ আছে কোরআনে ? কয়েকটা নাম/বিশেষণ বলতে হবে।
১৫। কোরআনে একজন মাত্র নারীর নাম উল্লেখ আছে। তার নাম কি?
১৬। কোরআনের প্রথম হাফিজ কে?
১৭। কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশী বার উল্লেখ আছে?
১৮। কোরআনে একজনের কথা উল্লেখ আছে যার দেহ পরবর্তী জমানার মানুষের জন্য নিদর্শন হিসাবে রাখা হয়েছে?
১৯। হজরত ইসরাইলের (আঃ) আরেক নাম কি যা কোরআনে উল্লেখ আছে?
২০। কোন নবী সকল পশু পাখির ভাষা বুঝতেন এবং তার আদেশ জিনেরা মানতে বাধ্য ছিল?
২১। হজরত মুসা (আঃ) এবং হজরত হারুন (আঃ) এর মধ্যে কি ধরণের আত্মীয়তার বন্ধন ছিল?
২২। হজরত লুত (আঃ) এবং হজরত ইব্রাহীম (আঃ) এর মধ্যে কি ধরণের আত্মীয়তার বন্ধন ছিল?
২৩। কোরআনে একজন মাত্র সাহাবীর নাম উল্লেখ আছে। সেই সুরার নাম কি এবং সাহাবীর নাম কি?
২৪। দুইটা সুরার নাম একটি মাত্র আরবি অক্ষর অনুসারে রাখা হয়েছে ( দুইটা ভিন্ন অক্ষর দুই সুরার জন্য)?
২৫। কোরআনে কত জন নবীর নাম উল্লেখ আছে?
২৬। কোরআনের কোন সুরাতে সবচেয়ে বেশী বার কোন আয়াত বারংবার এসেছে?
২৭। কোরআনকে বই আকারে প্রথম সংকলন করেন কে?
২৮। মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা ছাড়া আর কোন মসজিদের কথা কোরআনে উল্লেখ আছে?
২৯। কোন রানীর সিংহাসন একজন নবী জীনদের মাধ্যমে দূর থেকে নিজের কাছে এনেছিলেন? নবীর নাম এবং রানীর নাম বলতে হবে।
৩০। রসূলের (সা) কোন স্ত্রীর ( উম্মুল মুমিনিন) বিরুদ্ধে অপবাদের জবাবে কোরআনের আয়াত নাজিল হয়েছিল?
৩১। পরপর ৪ প্রজন্ম নবী ছিলেন এমন ৪ জন নবীর নাম বলেন।
৩২। কোন নবীর অনুরোধে তার ভাইকেও নবী বানানো হয়েছিল।
আশা করি ব্লগাররা কুইজের উত্তর দেয়ার চেষ্টা করবে। প্রয়োজনে ইসলামি বইপত্র এবং অন্তরজালের সাহায্য নেবে। এই প্রচেষ্টার মাধ্যমে ব্লগারদের কোরআন এবং হাদিস সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হউক এই কামনা করছি।
ছবি - nooracademy.com
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২৫ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


