একবার ভাবুন তো, বাংলাদেশের দেয়া নিষেধাজ্ঞায় আমেরিকার তাবড়-তাবড় পোশাক ব্রান্ডের পারচেজ ম্যানেজার ভিসা পাচ্ছেনা ।
পরের মাসে আমেরিকানরা তাদের সকল স্টেটের পোশাকের শো-রুম লুট করছে ।
প্রেসিডেন্ট বাইডেন ভিয়েতনাম, ইথোপিয়াসহ নানা পোষাক উৎপাদনকারী দেশের সাহায্য চেয়ে খালি হাতে ফিরছে, বাংলাদেশের শেখ হাসিনার নিষেধাজ্ঞা উপেক্ষা করে কে দিবে পোশাক ?
দ্বিতীয় মাসে আমেরিকার পথে পথে সকল নাগরিকদের গায়ে দেখা যাচ্ছে ছেড়া পোশাক ।
কারও নু নু, কারো হো, কারো দু বার হয়ে থাকা নিয়ে ৭১ আর সময় টিভির নিউজ হচ্ছে ।
উফফ ভাবতেই তো চেতনা উজ্জীবিত হয়ে উঠছে।
কপি...
২ টি খবর ১) আমেরিকা নতুন করে নাম উল্লেখ না করে আবার স্যাংশান দিয়েছে ২) গত ২ বারের মত এবারও অস্র দিয়ে ভোট ডাকাতির নির্বাচন হবে এই জন্য ইউরোপীয় ইউনিয়ন কোন পর্যবেক্ষক পাঠাবে না।