


ক্যাম্পাসগুলোতে গণহারে ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে কচিকাচারা। যারা হলে থাকার জন্য অথবা অন্য কোনো সুবিধা পাওয়ার আশায় অথবা সিম্পলি বাধ্য হয়ে ছাত্রলীগে নাম লিখিয়েছিল। এদের মধ্যে গণপদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে।
গতকাল সারা দেশ থেকে মাস্তান ভাড়া করে এনে ঢাবিতে এবং সাভার থেকে মাস্তান ভাড়া করে এনে জাবিতে হামলা করেছে ছাত্রলীগ।
অর্থাৎ, ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব ধরে রাখতে অছাত্র ও মাস্তানদের উপর নির্ভরশীল হতে হচ্ছে তাদের। একটা নতুন জেনারেশনের কাছে ছাত্রলীগের ইমেজ হেলমেট বাহিনি ও সন্ত্রাসী ছাড়া আর কিছুই না।
বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন ব্যাচ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করছে।
ঘটনা হিসেবে এগুলোর তাৎপর্য বিপুল।
এই নতুন রাজনৈতিকতার এসেন্স বিরোধী দলগুলোকে নতুনভাবে বুঝতে হবে। ক্ষমতায় গিয়ে নিজস্ব সংগঠন দিয়ে ক্যাম্পাস, হল দখলে রাখার খোয়াব দেখার দিন শেষ, সোনার বাংলাদেশ!

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



