১) সরকারী কোন অফিসে নূন্যতম কোন লুটপাট বন্ধ হয়েছে?
২) জায়গায় চাঁদাবাজী বন্ধ হয়েছে?
৩) আওয়ামী ফ্যাসিস্টদের নুন্যতম কোন বিচার তারা করতে পেরেছে? বা তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পেরেছে?
৪। আইন শৃঙ্খলা কোন উন্নতি হয়েছে?
৫) প্রশাসনের এখনও আওয়ামী সন্ত্রাসী বসে আছে আর মজা নিচ্ছে আবার আওয়ামীদেরও নিয়োগ দেওয়া এটাকে বিপ্লবী সরকার বলে?
৬) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পেরেছে?
৭) তারা ৪ মাস পার করেছে দৃশ্যমান কি কি উন্নতি আপনারা দেখতেছেন?
৮) ২ হাজার লোকের জীবন ২২ হাজার মানুষ পঙ্গুত্ববরণ সবই কি বৃথা যাবে?
বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দিবে মানুষ?। দেশকি কখনোই জনগণের হবে না?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০