একটা ব্যাপার অনেকেই হয়তো খেয়াল করেন নাই! গত একমাসে আওয়ামী লীগ ছাত্রলীগের তেমন কেউ গ্রেপ্তার হয় নাই! সরকার মনে হয় আগের গুলোও না পেরে গ্রেপ্তার করছিলো!
সরকার চাচ্ছে আওয়ামী লীগের দাগী অপরাধীরা যেন দেশ ছেড়ে চলে যায়! বিচার করার মতো হ্যাসেল সরকার নিতে চাচ্ছে না! যাদেরকে গ্রেপ্তার করছিলো পারলে তাদেরকেও ছেড়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচে!
আজকে ছাত্রলীগ বিশাল বড় মিছিল নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে ফুল দিয়ে আসছে! পাশেই শত শত পুলিশ দাঁড়িয়ে ছিলো! কেউ কিছু বলে নাই!
সরকারে আসিফ নজরুল,ফারুকী, শফিকুল আলম মিলে একটা ফান গ্রুপ ক্রিয়েট করছে! ওরা নিজেদের মাঝে আড্ডাবাজি করে, হাসি তামশা করে, সিনেমা দেখে,কোয়ালিটি টাইম স্পেন্ড করে! এই জন্যে ওরা এখন করো সমালোচনাকে পাত্তা দিচ্ছেনা! উল্টো যারা গঠনমূলক সমালোচনা করছে তাদেরকে ওরা গ্রুপ করে ট্রল করে!
রিসেন্টলি এরা আসিফ নাহিদকেও ওদের গ্রুপে নিয়েছে! এই জন্যে দেখেন আসিফ নাহিদও এখন ওদের সুরে কথা বলে! বিচার, অভ্যুত্থান নিয়ে ওরাও এখন কোন কথা বলে না! উল্টো এরা এখন একে অপরের গুণগান করে!
এইসব দেখে আমার কোন আফসুস নাই! বাংলাদেশ যেমন ছিলো তেমনি থাকবে! বরং আরও খারাপও হইতে পারে! জাস্ট হাসিনা নাই এই আর কি!
তবে আমার খারাপ লাগতেছে ২০০০ শহীদ, ৩০ হাজার আহত আর ওদের পরিবারগুলোর জন্য! আহ! জীবনের কি নিদারুণ অপচয়!
আল্লাহ যেন ওইসব শহীদ ও তাদের পরিবারগুলোকে উত্তম পুরস্কার দান করেন! আর যারা ওদের জীবনের বিনিময়ে ক্ষমতায় বসে কাচ্ছি খাচ্ছে, আড্ডাবাজি করছে, সিনেমা দেখছে আল্লাহ যেন ওদের দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই অপমানিত ও লাঞ্চিত করেন! আমীন!



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


