আজ আমার এক খালাত বোন কানাডা থেকে এসেছেন। বেচারীকে অনেকক্ষন বসিয়ে রেখেছিলাম, অফিস থেকে ফিরতে দেরি হবার কারনে। অনেক বছর পর দেখা। দেখলাম বাসায় সবার জন্য অল্প কিছু এনেছে। মন তখন থেকেই খুজছিল, আমার জন্য কি এনেছে এটা দেখার জন্য। কিন্তু ও যাবার আগে তো এভাবে দেখতে পারিনা...। যাই হোক পরে দেখলাম, আমার ভাগে পড়েছে লিপস্টিক, সাবান, চকলেট। খুব ভাল লাগছে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



