
চীনে প্রতি বছর চান্দ্রসন উদযাপিত হয় । দক্ষিণে এসময় বসন্ত থাকে বিধায় এতাকে বসন্ত উৎসব বলা হয় । গেলবার এবং এবার ঘরে বসেই পারিবারিক বলয়ে উৎসব পালিত হয় । গেল সন্ধ্যায় পরিবারের সবাই মিলে ডামপ্লিং বা চিয়াওজে বানাবে এবং রাতের খাবার একসাথে খাবে । ধর্ম মত নির্বিশেষে এটাই বৃহত্তম উৎসব । অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে ঘর ছেড়ে নগরবাসি রেস্টুরেন্ট , মল , সমুদ্রতীর বেছে নিল । গ্রামে এখনো ঘরের উঠোনে পালন করা হয় । পরিবারের সদস্য যারা দুরের শহরে থাকে তারা হাজির হয় বাড়িতে । হাতে হাতে পানীয় নিয়ে নাচছে যুবক যুবতীরা । এবার ঘরের মধ্যে পালিত হচ্ছে ভারচুয়াল উৎসব । অনলাইনে বন্ধু আত্মীয় দের সাথে চিয়ার্স করছে , খাচ্ছে । আমিও কাল একা একা ডামপ্লিং খেলাম । সরকার সব উচু দালানে ব্যাপক আলোক সজ্জা করতে নির্দেশ দিয়েছে যা অবশ্য অন্য অনুষ্ঠানএ এমনিই করা হয় ।
এবারের বর্ষ ষাঁড় বর্ষ বা অক্স ইয়ার । ১২ টি প্রাণীর গুনাগুন নিয়ে এভাবেই চাইনিজ হরস্কোপ চলছে বহু যুগ আগে থেকে । ফেব্রুয়ারি মাসের একটি প্রতিপাদ দিয়ে শুরু হয় বছরের শুভ সুচনা । প্রতিপাদ হচ্ছে অমাবস্যা শেষে নতুন চাদের নিশানা । আমাদের দেশেও মৎস্যজীবীরা এসময় সাগরে মাছ ধরে আর ধরে পূর্ণিমায় । করোনা এবার বড় দিন , চান্দ্র উৎসব ঘরে বন্দী করেছে সবাইকে । হ্যাপি অক্স ইয়ার ।






সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




