

অ্যানড্রুজ বেজ থেকে প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ বিমানে উঠে যখন দেলাওয়ার বেইজে যাচ্ছিলেন মেরিন সেনাদের ডেড বডি গ্রহন করতে যারা কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন , প্লেন রানওয়ে ত্যাগের আগেই কাবুলে ঘটল আইসিস খোরাসান গ্রুপের রকেট হামলা । কাবুল বিমান বন্দরের পাশে খাওয়াজা বুগরা এলাকায় বড়সড় বিস্ফোরণটি ঘটেছে। আমেরিকার ড্রোন হামলার বদলা নিতে সম্ভবত পাল্টা রকেট হামলা চালায় ইসলামিক স্টেট-খোরাসান (IS-K)। মার্কিন নাগরিকদের লক্ষ্য করেই ওই রকেট হামলা চলে। হামলায় এখনও পর্যন্ত ১ শিশু-সহ ২ জনের মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত ৩ জন।
আজ প্রতিবারেই সি এন এন কাবুলে আবারো বোমা হামলা হবে বলে হুশিয়ারি দিচ্ছিল ।
আপডেট চলবে ।
#রকেট মেরেছে মার্কিনী বিমান বাহিনী একটি গাড়িকে লক্ষ্য করে যে ওটার মধ্যে বোমা পাতা আছে । গাড়িতে না পড়ে তা পড়েছে এয়ারপোর্ট সংলগ্ন কয়েকটি বাড়ির মধ্যে । আমেরিকার চালাকি ফাস হয়ে গেল । বোমা আইসিস পেতেছে না মারিকিনিরা পেতেছে ক্লিয়ার না ।
# কাবুল এয়ারপোর্টের কাছে যে দ্রোণ হামলা হয়েছিল তাতে একই পরিবারের ৯ জন মারা গেছেন । এর মধ্যে ছয়টি শিশু আছে । আরও তিনজন প্রতিবেশীসহ ১২ জন প্রান দিয়েছেন উল্লুকদের ছোড়া রকেটে ।
# কাবুলে মানবিক বিপর্যয় ঘটেছে । ব্যাঙ্ক বন্ধ , মানুষের হাতে টাকা নেই । কিছু বিদেশী মানবিক সংগঠন প্যাকেট খাবার পানি সরবরাহ করছে এয়ারপোর্টের কাছের তাবুগুলিতে যার মধ্যে তালেবান নিষিদ্ধ মহিলারা আছেন । বাজারে মাল নেই , হাসপাতালে চিকিৎসা নেই । এযেন আরেক নরক । পাকিস্তানের বর্ডারে অপেক্ষমাণ হাজার আফগান পাড়ি দেবে পাকিস্তানে ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


