
সাহসী সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম, যিনি বাংলাদেশে করোনাকালে স্বাস্থ্য খাতের অনিয়ম তুলে ধরতে গিয়ে নিগ্রহ, নির্যাতন ও মামলার শিকার হয়েছেন। নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড তাঁকে এ বছরের ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড-২০২১’ দিয়েছে। তিনি পুরস্কারটি পেয়েছেন সেরা অদম্য সাংবাদিক বা মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট শ্রেণিতে।
গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে হেনস্তার শিকার হন। তাঁকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয়। পরে তাঁকে শতবছরের পুরোনো ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে’ গ্রেপ্তার দেখানো হয়। রোজিনার পাসপোর্ট জব্দ করার কারনে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি । তার স্বামী অনুষ্ঠানে রোজিনার পক্ষে পুরস্কার গ্রহন করেন । রোজিনা ছিলেন ভারচুয়াল অনলাইনে ।
রোজিনার ফাইল চুরির অভিযোগের মধ্যেই গত পরশু অভাবনীয়ভাবে স্বাস্থ্য মন্ত্রনালয়ের ক্যাবিনেট থেকে ১৭ টি ফাইল চুরি হয় ।
অভিনন্দন রোজিনা ইসলাম ।
ছবিঃ প্র আলো
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




