
গতকাল ফেসবুক টুইটার ঘুরে দেখছি , হটাত একটা লাইভ দেখা গেল বাইডেন খুব মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে বক্তার বক্তৃতা শুনছেন । পলকহীন তাকিয়ে রইলাম । যেইনা মাথাটা সামান্য দুলে উঠল আমি সোজা হয়ে বসলাম , এটা মনোযোগ দিয়ে বক্তৃতা শোনা নয় , এটা ক্লান্তির ঘুম । হায় হায় কি সর্বনাশ । এবার তিনি চোখ খুলে সোজা আমার দিকে মানে ক্যামেরার দিকে তাকালেন , ঘাবড়ে গেলাম । আবার সেই চোখ বন্ধ , আমি মজা পেয়েছি এজন্য যে ঐতিহাসিক এক বিষয় দেখছি । একজন যুবক এসে তাকে কিছু বললেন , পত্রিকা বলছে এটা তার ঘুম ভাঙ্গিয়ে জাগিয়ে দেবার পলিসি । এবার তাকে বেশ জোরে হাততালি দিতে দেখা গেল । খুব সিরিয়াস শ্রোতা তো । আজ পত্রিকাগুলো পই পই করে নিদ্রা কাহিনী লিখেছে । কারা এটার লাইভ করল তা জানা হয়নি । বয়স্ক মানুষ , কত্ত কাজ , প্লেনের সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ার দৃশ্য আমার বেশ মনে আছে ।
প্রেসিডেন্টের ক'দিন বিশ্রাম নেওয়া দরকার , আমার তো তাই মনে হয় ।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




