
রাজস্থানের ৭০০ বছরের পুরোনো এক রাজবাড়ি। আর সেই রাজবাড়ির নাম, সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা। এটি এখন বেশ নামীদামি একটা রিসোর্ট। আমিও জানলাম এই প্রথম ফোর্ট বারওয়ারার কথা । আবু রোড থেকে রাতের বাসে মরুভুমি পাড়ি দিয়েছিলাম ৮২ সালে । ঘুটঘুটে অন্ধকারে প্রায় ঘুমিয়েই ছিলাম । ভোরে আজমির পৌঁছালে প্রাতঃক্রিয়া সেরে আবার জয়পুরের দিকে বাস চলল । রাজস্থানে ঘোরার জায়গা অনেক কিন্তু আমাদের সীমিত বাজেটে তা সম্ভব না । এই রাজবাড়ির রিসোর্ট হয়ে ওঠা পত্রিকায় দেখে বেশ আগ্রহী হলাম ।
এর ইতিহাস নিয়ে ঘাটাঘাটি না করে সরাসরি সিক্স সেন্সেস অফ বারোয়ারা , রনথম্ভর জাতীয় উদ্যানের পাশেই এই দুর্গ যা এখন বৃহত্তম রিসোর্টে চলে যাই ।







প্রায় ৪৮ টি স্যুট নিয়ে এই রিসোর্ট । দাম খুব বেশি । আমাদের দেশে বেশ কিছু স্থাপনা আছে যা আমরা টার্ন ইন টু রিসোর্ট করতে পারি । ঐতিহাসিক মূল্যবোধ বজায় রেখেই তা হতে পারে । ধন্যবাদ সময় দেবার জন্য ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



