
৬৫'র রণাঙ্গন যেন ফিকে হয়ে আসা গোধূলি লগ্ন
মাঘের সন্ধ্যা কপালে রাজটীকা কণ্ঠে জন্মনাড়ি
একেছি কত ট্রিলিয়ন স্বপ্ন খাদির ক্যানভাসে
কিছু হয়েছে সত্য বাকি ফাকিবাজি মিথ্যায় পরিপূর্ণ
ফাল্গুন শিয়রে থুয়ে মাঘেরে পায়ে ঠেলে
চলে এলাম অসাধারন অপূর্ব বর্ষাধারায়
জীবন শুধু প্রেমময় আছে সেথা ব্যাথার ডালি
ব্যাথা সয়ে সয়ে কিঞ্চিৎ হাসা রহস্যময় হাসি
হাতের রাইফেল পাল্টে নিয়েছি তুলে নিস্ক্রিয় লাঠি
কাশবন তুলে মাথায় একটা ভাব নিয়ে হাটি শুধু হাটি
আমি বন্ধুহীন দিগন্তপানে চেয়ে সুখ আহরনে
আরেকটি জীবনের আঁশে মিথ্যা প্রলোভনে তাও ছুটে চলি ।।
copyright:shahaziz
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



