
চার বন্ধু মিলে পরীক্ষা না দেওয়ার প্ল্যান করল। পরীক্ষা শেষ হওয়ার আগে-আগে পরীক্ষার হলে ঢুকে শিক্ষককে বলল, “স্যার আমাদের গাড়ির চাকা পাংচার হইছিল। তাই টাইমলি আসতে পারি নাই।”
স্যার বললেন, “সমস্যা নাই, তোদের পরীক্ষা হবে। ১টা প্রশ্ন দিচ্ছি, সময় ১০ মিনিট, চার জন চার রুমে বসে পরীক্ষা দিবি, উত্তর সঠিক হলে ১০০ পাবি।”
চারজনই খুব খুশি হয়ে চার রুমে গিয়ে বসল। স্যার এসে প্রশ্ন দিয়ে গেলেন - “গাড়ির কোন চাকা পাংচার হয়েছিল?”
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



