
জীবন থেমে থাকে না । পঙ্গু শিশুটিও থামিয়ে দিতে পারেনি চলমান জীবন ।
আগে দোকান ছিল , করোনা সব ভেস্তে দিল ।
দমে যায়নি পরিবারটি । পুরাতন ভ্যান কিনে পিঠার সরঞ্জাম নিয়ে সংগ্রামে নেমে গেল ।
শিশুটি জন্ম পঙ্গু , তাতে বাবা মার ভালবাসার কমতি হয়নি ।
নাহ , কাউকে বিশ্বাস নেই পঙ্গু শিশুটিকে নিয়ে । ভ্যানের একদিকে শুইয়ে
চারটি চুলায় চলছে সন্ধ্যার আগমন । গরীব ক্রেতারা তাদের গাহাক ।
শিশুটিও বুঝে গেছে তার জীবনের গ্রামার । একদম চুলার পাশে মোটেও নিরাপদ নয় , তবুও
সংগ্রাম থেমে নেই ।
মিরপুর-১ আজকের বিকেলে ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



