
Scene 1 : দুজন লোক মারপিট করছে, ৩য় ব্যক্তি, এলো দেখলো চলে গেলো। - তাহলে এটা রংপূর।
Scene 2 : দুজন লোক মারপিট করছে, ৩য় ব্যক্তি এলো, মারপিট থামাতে গেল। প্রথম দুজনে এক হয়ে ৩য় লোককে ধরে পিটিয়ে দিল। - বুঝবেন এটা কুমিল্লা ।
Scene 3 : দুজন লোক মারপিট করছে, ৩য় ব্যক্তি এলো, বললো আমার বাড়ির সামনে মারপিট করো না অন্য কোথাও যাও। - এটা খুলনা ।
Scene 4 : দুজনে মারপিট করছিল, ৩য় ব্যক্তি এক কার্টুন বিয়ার নিয়ে এলো, তিনজনে একসাথে বসে পড়লো। খিস্তি খামারি করলো তিনজন মিলে। তারপর বন্ধুত্ব পাতিয়ে বাড়ি ফিরে গেল।
- তাহলে আপনি নিশ্চিত সিলেট গেছেন।
Scene 5 : দুজন লোক মারপিট করছিল, কিছুক্ষন বাদে দুজনেই মোবাইলে কথা বলতে লাগলো আর তারপরেই ৫০ জন লোক এসে মারপিটে যোগ দিল। - দাদা আপনি এখন আছেন নারায়নগঞ্জ
Scene 6 : দুজন লোক মারপিট করছিল। ৩য় ব্যক্তি এসে বন্দুক বের করে দুজনকে গুলি করে দিল। - চট্টগ্রামে আছেন আপনি
Scene 7 : দুজন লোক মারপিট করছিল। ৩য় ব্যক্তি এসে দুজনরেই থাপরাইয়া কইলো মারামারি করস কেরে? - নিশ্চিত থাকুন আপনি এখন ঢাকা ।
Scene 8 : দুজন লোক মারপিট করছিল। ৩য় ব্যক্তি এসে কোনোকিছু না বুঝেই প্রথম লোকের সাথে মিলে ২য় লোককে ধরে পেটাতে লাগলো। - ঠিক ধরেছেন বরিশাইল্লা।
scene 9 : যদি দেখেন রাস্তায় ২ জন মারামারি করতেছে আর চা দোকান থেকে আরো ৪-৫ জন গিয়ে ওই ২ জনকে গণধোলাই দিয়ে ২ টাকেই হাসপাতালে পাঠায়, তাহলে বুঝে নিবেন আপনি ময়মনসিংহ এসেছেন
Last Scene: দুজন লোক মারপিট করছে। আশেপাশে প্রচুর লোক দেখছে আর মোবাইলে ফটো তুলছে... একজন লোক এলো। চায়ের একটা স্টল খুলে বসে পড়লো।
- হেঃ হেঃ আপনি একদম নিঁখুত ধরেছেন।
এটা নোয়াখাইল্লা
সিনিয়র সিটিজেন ফোরাম থেকে সংগৃহীত ।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




