
শাহ আজিজের কবিতা- ছররা
১০/১২/২২
গুলির শব্দে কেপে ওঠে বাংলাদেশ
কান পাতে নয়া পল্টনের কোনে
শোনে ছররা খাওয়া মানুষের চিৎকার
আরও শোনে পুলিশের গগনবিদারী হুঙ্কার
কে বা কার তরে কিসের ভালোবাসায় ছুড়িছে গুলি
কেই বা তোলে হুঙ্কার কার উপকারে
কেই বা আটিছে ষড়যন্ত্র হানিতে শান্তি
হানাহানিতে ঝরে গেল প্রান একজন মকবুলের
কে দেবে আশা কে দেবে ভরসা পরাজিত পরিবারে !
দেশ , তোর কি নেই ভাবনা এই অভাগাদের তরে ?
বাংলাদেশ নিশ্চুপ গোলাপবাগ মাঠের দিকে চেয়ে
বৃক্ষ কোটরের খাজে খাজে কত ইতিহাস লুকিয়ে
কত আপদ এলো আর গেলো
এই অস্থিচর্মসার খাচার ওপর দিয়ে
একদিনে যায়না গড়া দেশ, দিনে দিনে
জাগেনা প্রেম বা ভালোবাসা এই নিরীহ জনতার তরে
ওরাও ছুড়েছে ছররা চালিয়েছে মেশিনগান
দুই পক্ষের হাতে রক্তের দাগ , আমি দেব মুছে
আমি দেশ , দেশ মাতৃকা শেষ আশা ভরসাস্থল ।।
--------------------------------------------------------------------
কপিরাইটঃ শাহ আজিজ
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


