
শাহ আজিজের কবিতা
বালক, এইযে দেখছ স্তম্ভ
তা ছুঁয়ে ছুঁয়ে সাধারন নির্বোধ জনগন
গেছে ছিনিয়ে আনতে জয় একদম খালি হাতে
তারা পরিজন পিছনে রেখে অনিরাপত্তার ঝুলিতে
আর কখনো দেখা হবে বলে এমনটা আঁশেনি
দানা কাপড় রাইফেল গেল মিলে বটে
মিলে গেল ঝোপঝাড় এলিয়ে নিতে ক্ষনিক ।
নেতারা বড্ড শটকাট ফটাফট নিরাপদ
থেটার রোড কলিকাতা দালান ইমারতে
প্রবাসী সরকার সরকার খেলে আর দান চালে
রাজার হালে পালকি চলে লায়ালপুরের কুঠিতে
আশারও অতীত বালক – তোমায় পাব দেখতে আবার ।
কিন্তু বিজয়ের ঝাণ্ডা ঠাণ্ডা মাথায় দাবার ঘুটির হাতে
ক্রমশ স্তম্ভ বিলুপ্ত হলো
পলাতক দাড়িয়ে হেথায় নিধনপর্ব এড়িয়ে আছি জীবিত এখনও
ভুয়া সনদের সেকি দম্ভ কাঁপে রাষ্ট্র কাঁপে সত্য
বিলিয়ে দে’মা পুজোর মুড়ি মুড়কির মতো যেন
দেশাত্মার শ্মশানদাহ হবে নান’গঞ্জের ঘাঁটে
বালক, আমি অক্ষম কম্পমান কণ্ঠে বলি আবারো
পারবে দিতে গুঁড়িয়ে ওই ভুয়া সনদের দম্ভ ??
------------------------------------------------------------------
কপিরাইটঃ শাহ আজিজ
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


