
শাহ আজিজের কবিতা -দুয়ারে ছিটকিনি
তোমার কান্তিময় অবয়বখানি
তোমার তীক্ষ্ণ ভুরু
উজ্জ্বল চোখ, দ্যুতিময়
সবল পেশীর সমাহারে হস্ত, বক্ষ
কোঁকড়ানো কেশমালা ।
এ সবি শুধু সামনে এগিয়ে চলা
এবং বিলীন হওয়ার তরে শব্দহীন একাকীত্বে
কুঁচকানো অবয়বে , কুঁজো হওয়া কাঠামো
আর সাদাকালো দৃষ্টি বিলীনতা ।
এসব থেকে ফিরে আসার নেই কোন পথ
বন্ধ দুয়ার, ছিটকিনি দিয়েছে ঈশ্বর ।।
----------------------------------------------
কপিরাইটঃ শাহ আজিজ
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



