
মরিয়ম আফিজা, উদ্বোধনী দিনে মেট্রোরেলের প্রথম চালক হচ্ছেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালকের আসনে বসছেন মরিয়ম।
বেশ ভাল লাগছে একজন মহিলা মেট্রোরেলের প্রথম চালক ।
কিন্তু থমকে গেলাম তার পড়াশুনার ইতিহাস দেখে । একজন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ট্রেন চালকের আসনে বসছেন । কি অপচয় সময় আর শিক্ষার । দেশে মহিলা চালকের অভাব পড়েছে কি ? অনেক মহিলাই ট্যাক্সি , স্কুটার , বাস চালাচ্ছেন ঝুকি নিয়ে । ট্রেন তাও মেট্রো যা চালানো সবচে নিরাপদ সেখানে একজন সম্ভাব্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে কেন নিয়োগ দেওয়া হল আমার খুব জানতে ইচ্ছে করছে । এই দেশ ৮ পাশ প্রধানমন্ত্রী পেয়েছে , বন্দুক চালানো জেনারেল প্রেসিডেন্ট পেয়েছে , এক ব্যাবসায়ি স্বাস্থ্যমন্ত্রীও পেয়েছে তো আর বাকি রইল কি ?
এবার আপনারা ঝেড়ে কেশে বলুন, শুনি ।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



