Sir, আমার বেতন বাড়ান!
Boss : সম্ভব না!
- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!
Boss : কেন?
- আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।
কারণ, বর্তমান দ্রব্য'মূ'ল্যের ঊ'র্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই ক'ষ্টকর।
তাই আমার পরিবারকে সাপোর্ট দিতে হবে, এনি হাউ!
Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষু'ধার্ত হয়ে যাও,
কমলাপুর রেলস্টেশনের
দক্ষিণ পাশে আইসো!
- কেন?
Boss : প্রতিদিন মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!
_____________________________________________________________
দুঃসময় ধেয়ে আসছে সাঁই সাঁই করে । সংসারে অনেক কিছু কাটছাঁট করতে হচ্ছে । যাদের মাথার উপরে শুধুই আকাশ আছে তারাই সুখী বড্ড । আগে একবেলা খাওয়া মিলত , এখন খাওয়ার কোন টাইম টেবিল নেই । সামনের ডাস্টবিনটায় বড্ড ভাল ভাল খাবারের এটো ফেলে , ওটাই ভরসা । অবশ্য ডাস্টবিন দখলে রাখাও একটা সমস্যা । এলাকার কুত্তাটা খুব সাপোর্ট দেয় দখল টিকাইয়া রাখার ব্যাপারে । ডিম জোটেনা ম্যালাদিন । কেউ কইছিল সেদ্ধ কইরা ফ্রিজে রাখতে । সামনের বাড়িটা কমিউনিস্ট ভাইয়ের । দরকারে আমাগো মিছিলে লইত খাবারের বিনিময়ে । ভাইরে কমু সাম্যবাদ ভাল কইরা শুরু করেন । আমাগো ডিম সেদ্ধ রাখার জন্য ফ্রিজে চান্স দিয়েন , জয় মার্ক্স , লেনিন ।