গত রাত ৩০ মার্চ ৭,৪৩ মিঃ থেকে আজ ৩১ মার্চ ৯,৩০ পর্যন্ত সর্বমোট ১৬০ টি পোস্ট এসেছে সামু ব্লগারদের লেখনিতে । দেখা যাচ্ছে প্রতি ঘণ্টায় ৬,১৫ টি পোস্ট পাঠানো হয়েছে । এটি বেশ কম যা আমি ৬ মাস আগে দেখেছি । গতকালের সন্ধ্যার পোস্ট ছিল "সীমান্তের জল রেখা" আর আজ রাতের পোস্ট "জাফর ইকবাল ভক্তরা সাহায্য করুন" ।
প্রতি ঘণ্টায় ১৫ টি পোস্ট সহনশীল এবং ৬ টি পোস্ট নিতান্তই কম । লেখায় প্রনোদনা দিতে হবে । ভালো লেখার জন্য লেখরা বই পুরস্কার হিসাবে পেতে পারেন । যারা বিদেশ থাকেন সেই প্রজন্ম বাংলা লিখতে জানেনা তো তাদের কি নিজের কথামালা ইংরেজিতে লিখলে গ্রহণযোগ্য হবে? শুধু আই পি পরীক্ষা করে তবেই তাদের লেখা ছাপান যেতে পারে যে তারা সত্যি ই দেশের বাইরে থেকে লিখছেন ।
আপনাদের কি মনে হয় এবং সামু পরিচালনা কমিটি কি মনে করেন ।
মন খুলে আপনার ভাবনার কথা লিখুন ।
_________________________________________________________________
উপরে পুরাতন পোস্ট দিয়েছি কারন ব্লগে লেখার বড্ড অভাব । এব্যাপারে কতৃপক্ষ কি ভাবছেন জানা দরকার । গুরুত্বপূর্ণ একটি বিষয় আবিস্কার করে হতভম্ব আমি "আমার পোস্টে আমার প্রতিউত্তরগুলো যত্ন করে ডিলিট করা হয়েছে । কেন এবং কে সেই ক্ষমতাবান ব্যাক্তি যে এই ন্যাক্কারজনক কাণ্ড করেছে । এই পোস্টের অরিজিনে গেলেও একই কাণ্ড দেখবেন"।। লিঙ্কঃhttps://www.somewhereinblog.net/blog/shahaziz1957/29937090
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




