
শিশুটির তিন কুলে আর কেউ বেচে নেই । সবাই মারা গেছে কাল রাতে ইজরায়েলি বিমানের বোমায় । কেউ আসেনি এই ফুটফুটে শিশুটির খোজ নিতে । অবশেষে ঠাই এই মুরগির বাচ্চা রাখা এই বাক্সটাতে । বাচ্চাগুলো অক্ষত , বাক্সটিও অক্ষত । দালান ভেঙ্গে মায়ের ওপর পড়ে মাকে ঘুম পাড়িয়ে দিয়েছে । ফাক ফোকড় দিয়ে বেরুনোর আগে মায়ের পা ধরে ডেকেছে , কেদেছে কিন্তু চুপ হয়ে যাওয়া মা আর সাড়া দেয়নি । ভাঙ্গা দেওয়ালের ফাকা দিয়ে দেখে চারিদিকে শুধু ধ্বংস হয়ে যাওয়া দালান । শিশু ইয়ামনা যেখানে খেলত সে জায়গাটুকু ইট পাথর আর বালিতে ভর্তি । তার সাথীরা কে কোথায় সে জানে না , জানেনা আর কখনো খেলতে পারবে কিনা । অতঃপর বাক্সটির মধ্যেই ঘুমিয়ে গেল ইয়ামনা । তার চারপাশে আধোঘুমের মুরগির বাচ্চাগুলো ঝিমুচ্ছে । একটা কম্বলের দরকার ছিল বড় ----------।
ইয়ামনা ঘুমিয়ে গেল অচিরেই ।

গাধার শকটের ওপর শিশুদের লাশ নিয়ে ইমাম যাচ্ছে দাফন করতে । ইসরায়েলি বিমানের বোমায় মারা গেছে ওরা । উল্টো পথে আসছিল শিশুদের জন্য গাড়ি ভর্তি গিফট নিয়ে সান্টা ক্লস বুড়ো । সে খুব আশ্চর্য হচ্ছিল গাজায় কোন শিশু নেই ছুটে এসে উপহার হাতে নিয়ে আনন্দে গদ গদ হয়ে হাগ দেবে বুড়োকে । সান্টা বুড়োকে টেনে নিয়ে যাওয়া হরিণটিও বেশ অবাক গাজার শিশুহীনতায় । সান্টা ক্লস ভাবছিল বাকি পৃথিবীর অবস্থা , কেমনে বরন হবে নতুন ২০২৪ সাল । সান্টা কেঁদে ফেলল । লাশ টেনে নিয়ে যাওয়া গাধাটি কেঁদে বলল আর কত শিশুর লাশ টানতে হবে আমায় , আমি কেন বেচে আছি ??
ছবি দুটো ফেসবুক থেকে সংগৃহীত
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



